দ্বিধা নেই জেনো, দ্বন্দ্বও নেই মনে-
সর্ব শান্ত হয়েছি যে সেই দিনে,
তুমি নয় প্রিয়া মুখটা ঢেকেই রাখো-
আমার দুচোখ তবু্ও দেখবে প্রিয়।
আত্মসমর্পণ কাকে বলে জানো-
হর্ষ রাজা তো সব কিছু দিয়ে দিতো,
কৌপিন টুকু অঙ্গেতে রেখে দিয়ে-
সব কিছু দানে জীবন কাটিয়ে দিতো।
আমিও তো প্রিয়া হৃদয় করেছি দান-
হৃদয় ছাড়া শরীরে কি থাকে বলো,
সব কিছু দানে আমিও দীন ভিখারি –
শুধু একবার মুখ তুলে চাও প্রিয়।
প্রার্থনা এই মনে স্থানটুকু দিও-
এ জনমে নয় পরজনমেই দিও,
চেতনা আমার লোপ পাবে নাকো জেনো-
দুটো চোখ মেলে মুখ তব দেখে যাবো।
তুলসী পাতার নির্যাস মুখে দিও-
চোখ খুলে শুধু নাক কান ঢেকে দিও-
বেদনা ভুলতে পাশ ফিরে শোব নাকো,
মরণেও প্রিয়া শ্রীমুখ দেখতে দিও।।