শ্রাবণের এই বৃষ্টি ঝরায়
মাহীরে তুই ভিজিস না
করোনায় ধরবে তোরে
এইটা ভালো ডিজিস না।
বাবা-মায়ের বারণ ভেঙে
রিক্সা নিয়ে চড়ে যায়
যাবার পথে বারে বারে
ডেকে হয়রান বাবা-মায়।
অলি-গলি ঘুরে ফিরে
এলো এবার রাজপথে
শ্রাবণধারা বইছে জোরে
বসে আছে মাঝ রথে।
চলছে জোরে রিকশাটি তার
ঠিক যেনো এক তুফান মেইল
শ্রাবণ দিনে মাহির মনে
বৃষ্টি ভেজা দারুন খেইল।
বৃষ্টি চলে গেলো
মাহি ঘরে এলো।