যতই বিচ্ছেদ স্বাদ চেটে খাক জীবনের জিভ
নিত্যানন্দ উৎস ভোর স্থির আছে জেনো ।
যে মুখ পেয়েছে সুধা স্বভূমি চুম্বনে ,
সে মুখ অপরাজিত , কিভাবে হারাবে ?
বিষাদের বিষ খেয়ে হয়তো ভেবেছো রাতে
কবরের বিবরে ঘুমোবে ,
চৈতন্যের প্রথম মশাল মিছিল
বেড়ে বেড়ে সাম্প্রতিক নিভন্ত তোমাকে জাগাবে ।
সাবিত্রী স্বপ্ন সুখ ফলে আছে ধ্রুবতারা চোখে ।
কান পেতে শোনো ,
শৈশব শিশিরের টগবগে বসন্ত শ্বাস
— হারিয়ে যায় না কিছু স্মৃতি না ফুরালে ।