আমার যেদিন জন্ম হলো
দেখলাম পৃথিবীর আলো।
চারিদিকটা কেমন যেন
সবাই ছিল অচেনা কেন
কেবল মাত্র এক ভদ্রমহিলাই
লাগলো আমার চেনা।
কদিন পরে বুঝলাম আমি
ওই ভদ্রমহিলাই, হলো আমার মা।
দিনের পরে দিন আসে
মাস পেরিয়ে আসে বছর
এমনি করে আমিও দিলাম
দিন পেরিয়ে এক বছরে পা।
এখন আমি চলতে পারি
বলতে ও বুঝতে পারি কথা।
তারপরে পেরিয়ে গেল
আরও কয়েক বছর।
পড়াশোনা করে আমি
হয়ে গেলাম বেকার।
বেকার জ্বালা কি যে জ্বালা
যে বেকার তারই কেবল জানা।
বেকার ছাড়া কেও বুঝবে না।
এই জীবনটার অবস্থা খানা।
বাড়ি ছাড়লাম গ্রাম ছাড়লাম
ছাড়লাম নিজের দেশ।
এমনি করে পেরিয়ে গেল
আরও বছর ত্রিশেক।
এখন আমার বয়স অনেক
হয়েছি এক ছেলের বাবা
ছেলে আমার চাকরি করে
আমরা দুজনে বাড়িতে এক।
মাঝখানে কয়েক বছর
করেছি অনেক কিছু ।
পেয়েছি অনেক মানুষের ভালোবাসা,
ছিল অনেক রকম শত্রু ও বন্ধু।
এখন সে সব চলেই গেছে,
ফিরে গেছি সেই জন্মলগ্নে।
সেদিন যেমন সবই ছিল
আমার কাছে অজানা অচেনা
আজ আবার ফিরে পেলাম
সেই দিনের সেই চিত্র খানা।
একটাই শুধু এখন পরিবর্তন
সেদিন ছিল এক ভদ্রমহিলা চেনা
যে ছিল আমার মা
আজকের দিনে দাঁড়িয়ে দেখি
সেও আমার অজানা অচেনা।
এখন আর কিছু নাই ,আছে প্রতীক্ষা
কবে আসবে উপর থেকে
আমার যাবার শেষ ডাকটা।।