চলে যাবো একদিন,
তোমার সীমানা ছেড়ে-
যেখান থেকে কেউ কোনো দিন
আর আসেনা ফিরে।
বিধাতার দেয়া বিধি বদলাতে পারেনা
নিয়মের ব্যতিক্রম খন্ডাতে শক্তি হয়নি,
কোনো মানুষের বুদ্ধি কাজে আসেনি।
যেতেই হবে অজানা গন্তব্যের শেষ সীমানায়।
আমার চলার পথে বাধা হয়েও লাভ নেই
বন্ধু আমার।
যদি পারো ক্ষমা করে দিও-যাবার সময়ে ;
শূন্য হাতে এসেছি- শূন্য হাতেই চলে যাবো।