আরো এক কোটি বছর তোমাকে দেখবো বলে
বুভুক্ষু দুচোখ, অন্তঃক্ষরা জ্বর…
ভিসুভিয়াসের আগুন রঙা উত্তাপ কপাল জুড়ে!
পিদিমের সলতের আলো জানে কতটা দহনে
যায় ক্ষয়ে,
দুধ-ক্ষীর-জ্যোৎস্নায় অবগাহনের মুহূর্ত গুলো।
সেইসব অসমাপ্ত কল্পনার হিম-হিম
ঝরাপাতার ক্ষণ,
পরিযায়ী পাখির ডানায় শীতের বিভাস
মেখে অতিথি হয়!
গুঁড়িগুঁড়ি তুষার কণায় শব্দের অনুরণন
একটু একটু করে কথা হয়!
সবাক সেই শিরোনাম…
পাথুরে পুস্তকে লেখা নিরেট কাহিনি সব!
এখনো আমাদের চোখে ছলকে ওঠে
তৃষার্ত প্রেম আর পুঞ্জীভূত বর্ষণ উন্মুখ
কোটি বছরের শুদ্ধ জল…।