এসে জমিয়ে দিলে পয়লা পৌষের ডাকে
না ডাকলে তুমি আসো না কখনও আগে
অগ্রহায়ণে হালকা শীতে কুয়াশা আসে
সেও বুঝি ভালবেসে কচি সবুজ ঘাসে,
শীতের মিষ্টি আমেজে শিশির রূপে বসে
আমি কি তোমায় ছাড়া থাকব একা বসে?
তুমি কোথায় যাও আমি অপেক্ষায় থাকি
তুমি আসবে বলে শুধু কেন দাও ফাঁকি?
তখন যে গেলে রইল কত কথা বাকি,
তোমায় ছাড়া নিজেকে আমি কোথায় রাখি?
তুমি শীতের আমেজে রাতে ধর জড়িয়ে
ঘুমের ভিতরে যাও যে আদরে হারিয়ে,
পৌষ না এলে আর যদিবা প্রেম না মেলে
চাদর কম্বলে জড়িয়ে কেন বুকে নিলে?