“মাটি শেখায় সহিষ্ণুতা মুখে হাসি রাখা
বাতাস শেখায় অবিরত কর্মে ব্যস্ত থাকা”
ধর্ম শেখায় ধার্মিকতা সত্য পথে চলা
পিতা শেখায় সকল সময় সত্য কথা বলা।
সোজা পথে চলতে শেখা বাবার আঙুল ধরে
উঠবে পড়বে তবু চলবে আপন কর্ম করে।
কীট পতঙ্গ শেখায় অনেক নিয়ম নীতির কথা
সারি দিয়ে পিঁপড়ে চলে খাবার মুখে যথা।
নদী চলে আপন বেগে গতির শিক্ষা পেলে
বিপুল আকাশ তারায় ভরা চাঁদের দেখা মেলে।
উদার হবে আকাশের ন্যায় গুরুজনে বলে
ইচ্ছেমত ঘোরো ফেরো নীল আকাশের তলে।
শিক্ষা নেবে সবার থেকে প্রয়োজনটি বুঝে
বিশ্ব জুড়ে আছে সম্পদ দেখো তবে খুঁজে।
মৌন হবার শিক্ষা মেলে পাহাড় পর্বত থেকে
চুপটি করে দাঁড়িয়ে রয় বিশিষ্টতা রেখে।