“.. কামাই তো করিনি বৌদি,এ মাসে তিনশ টাকা কেটেছো কেন”?
ছাদে চাদর মেলেছিলি,ক্লিপ দিস নি নিশ্চয়ই, উড়ে গেছে তাই টাকা কেটেছি।
“দোহাই তোমায়,এমন করো না! মেয়েটা অসুস্থ ওষুধ কিনবো”!
ওটা আমার শখের চাদর,ইচ্ছে করে নিচে ফেলে,বাড়ি নিয়ে যাস নি, কি করে বিশ্বাস করব বল?সামনের মাসে আরও দুশো কাটবো।
“পুরো টাকাটাই রাখলাম..বরং দু তিনটে কিনে নিও”
কি! বড্ড সাহস…আমায় অপমান..!?
বিকালে শ্বশুর মশাই,”বৌমা,চাদর খুঁজছিলে? তোমায় বলা হয়নি,সেদিন ঝড়ে উড়ে কার্নিশে পড়েছিল,তুলে রেখেছি”!