বেদুইন বাদশা তুমি, তরল অগ্নি চেটে খাও আর নদী আঁকো শব্দের জাদুতে পাতায় পাতায়।
রাতের গভীরে মহল্লা কেঁপে ওঠে , অবনী বাড়ি আছো?
পাহাড় ,ঝর্ণা, টিলা আর কলকাতার রাজপথ শাসন করে কবি,
ইমন রাগ ধরে ভেসে আসা বাতাস ,পাড়ের কাঁথা মাটির বাড়ি ।
তুমি অক্ষর ঈশ্বর ,
তুমি বেদুইন বাদশা ,অন্তরে থাকো।
যেতে পারি তবু কেন যাবো বলেও চলে গেছিলে, মনের সপ্ত কুঠুরিতে আনন্দ ভৈরবী।
তুমি ভালোবাসা, তুমি কালা পাহাড়,
নেই কোন শেষ অধ্যায় তুমি শব্দের যাদুকর শক্তি চট্টোপাধ্যায়।