শব্দ ,শব্দ আর শব্দ, শব্দের ঘেরাটোপে বন্দী,
নবোদ্গত কিশলয় বেড়ে ওঠে আমার শরীরে
অবিচ্ছিন্ন, অবিরাম!
জেনে গেছি শব্দ ভয়ঙ্কর,
শব্দ অসহ্য, বিরক্তিকর!
বিস্ফোরণ ঘটায় বাতাসে সে দারুণ স্বেচ্ছাচারী।
যেন তীক্ষ্ণ ছুরিকাঘাতে বন্ধু হত্যাকারী!
তবুও তো বেড়ে ওঠে, নবোদ্গমের কিশলয় সম পল্লবিত বৃক্ষ শাখায়,
গভীর সে কোন নীরবতা থেকে আসে তারা,
তাও জানা নেই হায়!
মালয়ালম কবি কমলা দাসের ইংরেজি কবিতা “ওয়ার্ড ” কবিতার ভাবানুবাদ ।