চোখ বুজে থাকলেই
সব সত্য মিথ্যা হয়ে যাবে না ।
হাসিমুখের অপমানের স্বাদই আলাদা,
তবু ভালোবাসা মুছে যায় না ।
পাঠ্য বইয়ের লেখা বক্তব্য
শুনতে ভালো লাগেনা,
ভালো লাগে না তোমাদের ভরং ,
তোমরা উল্লাস করো
এই যুগের ভাঁড়েরা ,
দেখো আমি মানুষের মাঝেই থাকি,
তাই মানুষের কবি বলেই থাকে প্রিয়জনেরা।
বাঁকা চোখে তাকিও না এই যুগের বিধাতারা,
নইলে যতই প্রভাবশালী হও না কেন,
মুছে যাবে সময়ের ইতিহাস থেকে ।
লেখো সত্য লেখো, লেখো জীবনের মানে ।
এই অন্ধকারেও আলোর কথা ভাবো,
হুজুগে গা না ভাসিয়ে আয়না দেখো।
কবিতা লিখবে আবার ভাববে ,
তোষামোদে জয় করবে কবিতার ভুবন,
চালাকি করে জিতে নেবে সাহিত্যের সিংহাসন।
অর্থে কিনে নেবে নকল সম্মান ,
কোন কৌশল ই চিরস্থায়ী নয়।
ভাব ভঙ্গি, পোশাকে, কায়দাবাজিতে নয় ,
তোমাকে জিততে হবে তোমার লেখা দিয়ে ,
নইলে মুছে যাবে সময়ের ইতিহাস থেকে