ছোট্ট পরী মেঘের দেশে
পাখনা মেলে ওড়ে।
নীলের মাঝে তুলোর জামা
মাথায় তাজটি পড়ে ।
মেঘের ভেলা চেপে পরী
চাঁদের দেশে যাবে।
তারার মতো জ্বলবে নিভবে
দেখতে তোমরা পাবে।
তপন তাপে বড়ই কষ্ট
ফোসকা পড়ে গায়ে ।
ছোট্ট পরী টুকি খেলে
লুকায় চাঁদের নায়ে।
মেঘের বাগে বেড়ায় ঘুরে
তিতলি লাগে মনে।
ঝিকি মিকি করে শুধু
মেঘের বাড়ির কোণে।
ছোট্ট খোকার ঘুমের মাঝে
স্বপ্নে পরী এলো।
স্বপ্নে ভেসে ছোট্ট পরী
শুভ রাত্রি বলে।
সকাল সকাল খোকা ওঠে
স্কুলে যাবে ভেবে।
শিশুদিবস পালন হবে
লাল গোলাপ দেবে।