রামায়ণ : লঙ্কাকাণ্ড – মহীরাবণ বধ
করযোড়ে ব্রহ্মারে কহেন সুরপতি।
রাম লক্ষ্মণের কিসে হইবে নিষ্কৃতি।।
মহীরাবণ হরিয়া লয়েছে দুই ভাই।
কেমনে উদ্ধার হবে ভাবি মনে তাই।।
এতেক শুনিয়া ব্রহ্মা ইন্দ্রের বচন।
হাসিয়া বলেন শুন সর্ব্ব দেবগণ।।
শত্রুধনু নামে ছিল গন্ধর্ব্ব-সন্তান।
বিষ্ণুর সম্মুখে নিত্য করে নৃত্য গান।।
নিত্য নিত্য নৃত্য করে বিষ্ণুর সদন।
তাহাতে বড়ই তুষ্ট দেব নারায়ণ।।
বিষ্ণু-সম্ভাষিতে গেল অষ্টাবক্র-ঋষি।
বাঁকা-মূর্ত্তি দেখিয়া গন্ধর্ব্বে হৈল হাসি।।
বাঁকারূপ দেখিয়া গন্ধর্ব্ব করে ব্যঙ্গ।
মুনিরে দেখিতে তার হৈল তাল ভঙ্গ।।
মুনি কহে মোরে দেখি কর উপহাস।
সুন্দর শরীর তব হইবে বিনাশ।।
পাপী হয়ে জন্ম গিয়া রাক্ষসের কুলে।
ধরিয়া বিকট মূর্ত্তি থাকহ পাতালে।।
শুনিয়া মুনির শাপ চিন্তে বিদ্যাধর।
কি দোষে দারুণ শাপ দিলে মুনিবর।।
অজ্ঞান পাতকী আমি তোমা নাহি চিনি।
ত্রিভুবনে পূজিত আপনি মহামুনি।।
কৃপা কর ধরি আমি তোমার চরণ।
কর প্রভু এ পাপীর শাপ বিমোচন।।
শত্রুধনু-বচন শুনিয়া মুনিবর।
প্রসন্ন হইয়া তবে করেন উত্তর।।
আমার বচন কভু না হইবে আন।
পাতালে রহিবে হয়ে রাক্ষস প্রধান।।
তপঃ ফলে মহামায়া থাকিবেন ঘরে।
সুখেতে করিবে রাজ্য মহেশের বরে।।
দুরন্ত রাক্ষস-বংশ করিতে সংহার।
মনুষ্য-রূপেতে বিষ্ণু হবেন অবতার।।
সেই রাম লক্ষ্মণেরে লয়ে যাবে হরে।
পাতালে রাখিবে লয়ে আপনার পুরে।।
মুণ্ড কাটা যাবে তোর হনুমান-হাতে।
শাপমুক্ত হয়ে পুনঃ আসিবে স্বর্গেতে।।
হনুমান হাতে হবে শাপ-বিমোচন।
আমার বচন মিথ্যা নহে কদাচন।।
এতেক বলিয়া মুনি গেলেন স্বস্থানে।
সেই হৈল মহীরাবণ পাতাল ভুবনে।।
মুনির বচন কভু নহেত অন্যথা।
দেবগণ চলি গেল দুই ভাই যথা।।
ব্রহ্মা আদি করিয়া যতেক দেবগণ।
কৌতুকে দেখিতে যান মহীর মরণ।।
যতেক দেবতাগণ রহে শূন্য-পথে।
মহামায়া পূজে মহী হরিষ মনেতে।।
রাশি রাশি ফুল ফল দিয়া রাজা পূজে।
শঙ্খ ঘণ্টা ঢাক ঢোল নানা বাদ্য বাজে।।
অর্চ্চনা করিল রাজা খাণ্ডা খরশান।
প্রণাম করিতে মহী কৈল সম্বিধান।।
শ্রীরাম লক্ষ্মণ বলে প্রণাম না জানি।
কেমনে প্রণাম করে দেখাও আপনি।।
বিধির নির্ব্বন্ধ কভু খণ্ডাইতে নারি।
রামেরে দেখায় রাজা নমস্কার করি।।
শত দণ্ডবৎ করে দেবীর সম্মুখে।
প্রতিমার আড়ে থাকি হনুমান দেখে।।
দেবীর হাতের খড়্গ লয়ে হনুমান।
লাফ দিয়া মহীরে কৈল দুইখান।।
প্রতিমা-রূপিণী দেবী মহামায়া হাসে।
অনুচরগণ দেখে পলায় তরাসে।।
মুক্ত করিলেন হনু শ্রীরাম লক্ষ্মণে।
হনুর প্রতাপেতে হাসেন দুইজনে।।
অন্তরীক্ষে থাকিয়া বাখানে দেবগণ।
হনুমানে কোল দিলা শ্রীরাম লক্ষ্মণ।।
অদ্ভুত অশ্রুত কথা রাম-অবতার।
সেবক হইতে রামের হইল নিস্তার।।
মুনি-শাপে মুক্ত হৈল সে মহীরাবণ।
গন্ধর্ব্বরূপেতে গেল অমর-ভুবন।।
কৃত্তিবাস পণ্ডিত কবিত্বে বিচক্ষণ।
লঙ্কাকাণ্ডে গাহিলেন গীত রামায়ণ।।