(১)
মহান প্রভু আশিস সদা রাখেন সবার তরে
সুখে দুখে জীবন পথে চলি তাঁকেই স্মরে,
ভবের মাঝে আসা- যাওয়া তাঁর ইশারায় চলে
মূঢ়ের মতো তবুও থাকি লোভের পাঁকে পরে।
(২)
সবকিছু যে দেখেন প্রভু যায়না দেওয়া ফাঁকি
জেনে বুঝেও সেই কথাটা ক’জন মনে রাখি,
বিপদ বালাই আসলে সবে নেই যে শরণ তাঁর
জপ- ধ্যানেতে তাঁর নামেতে মগ্ন হয়ে থাকি।
(৩)
জীবে সেবাই শিবের সেবা বলেন জ্ঞানী জনে
সত্য ধর্মের পথটি ধরে চলতে শেখার সনে,
জীবন তখন সুখের হবে মানতে পারো যদি
ভেদ ভাবনা সব মুছে ফেলে স্বচ্ছ থাকো মনে।
(৪)
কলুষ ভাবনা ঠাঁই পাবে না যাবে অনেক দূরে
আলোর জ্যোতি ফুটে উঠবে তোমার হৃদয় জুড়ে
অসহায়ের সহায় হলে শান্তি মনে পাবে
কালের মাঝি ডাকবে যখন যাবেই অচিনপুরে।
(৫)
প্রভু দাতা প্রভুই ত্রাতা তিনিই পরম বিত্ত
কর্মে ধর্মে মর্মে মর্মে স্মরণ রেখো নিত্য
নামে শুদ্ধি নামে মুক্তি নামটা নিও সবে
দয়াল প্রভুর কৃপার পরশ খুঁজে ফেরে চিত্ত।