‘রাস্তা দাও, রাস্তা দাও’-
চারপাশে কান খাড়া করে শোনো
কাকুতি-মিনতি আর আত্মচিৎকার,
একথা স্মরণে রেখে
এগিয়ে চলার মুখে
আলিঙ্গনে মুগ্ধ প্রবল বাধার।
বাঁয়ে খোলা, ডাঁয়ে খোলা
পূবে-পশ্চিমেও পাবে খোলা,
রাস্তায় চলতে শিখলে
পথও পেতে দেবে বুক।
দিনেরাতে প্রতিবেশী ঘুম ভেঙে
পাবে দেখতে,
জনমানুষজন শিখেছে চলতে
রাস্তায় শ্রীচরণ ফেলে ফেলে।