রামায়ণ : আদিকাণ্ড – শ্রীরামকে রাক্ষস সহ যুদ্ধে প্রেরণে দশরথের অস্বীকার
যখন শুইয়া থাকি, রামেরে হৃদয়ে রাখি,
ভূমে রাখি নাহিক প্রতীত।
স্বপ্নে না দেখিলে তায়, প্রাণ ওষ্ঠাগত প্রায়,
চমকিয়া চাহি চারিভিত।।
যেমতে পেয়েছি রামে, কহি সে সকল ক্রমে,
মৃগয়া করিতে গিয়া বনে।
সিন্ধু নামে মুনিবরে, সরোবরে জল ভরে,
তাঁরে মারি শব্দভেদী বাণে।।
মৃত মুনি কোরে করি, গেলাম অন্ধক-পুরী,
দেখি মুনি অগ্নির সমান।
পুত্র পুত্র বলি ডাকে, মড়া পুত্র দিনু তাকে,
পুত্রশোকে ছাড়িল সে প্রাণ।।
ছিলাম সন্তানহীন, মনোদুঃখী রাত্রিদিন,
বধিলাম সিন্ধুর জীবন।
কুপিয়া সিন্ধুর বাপ, দিল মোরে অভিশাপ,
তেঁই পাইলাম এই ধন।।
এতএব তপোধন, শুন মম নিবেদন,
আমি যাব সহিত তোমার।
বিনা শ্রীরাম লক্ষ্মণ, অন্য কিছু প্রয়োজন,
যাহা চাহ দিব শতবার।।
রাজার বচন শুনি, কুপিলেন মহামুনি,
ঝাট দেহ তোমার কুমার।
আপন মঙ্গল চাহ, শ্রীরাম লক্ষ্মণে দেহ,
নহে বংশ নাশিব তোমার।।