ললিত ললনা অরূপ বসনা
রাই কিশোরী রাধা,
বংশীধ্বনি শুনে আকুলিত মনে
মানেনা কোনই বাধা।
গাগড়ি কাঁখেতে বসিলা ঘাটেতে
ভরিতে যমুনা জলে,
যমুনার নীলে শ্যামের মিলে
পুলকে উছলি ঢলে।
কদম্বের শাখে কোকিলা ডাকে
প্রেমের সুরেতে ভরি,
,শিহরিত সুখে রাধা হাসিমুখে
ছুটিল ত্বরা করি।
বিনুনী দুলে উড়িছে চুলে
রিনিঝিনি নূপুর বাজে,
শ্যামের প্রেয়সী ললনা শ্রেয়সী
মুখেতে শরম সাজে।
বাঁশির ধ্বনিতে রাধার শোণিতে
তড়িৎ প্রবাহ খেলে,
শ্রীমতীরে হেরি সহেনা দেরী
শ্যাম দুবাহু মেলে।
বঙ্কিম ঠামে শ্রীরাধা বামে
প্রেমের পরশ মাখি,
যুগল মুরতি হেরিছে ধরতী
বিস্ময়ে ভরা আঁখি।