ওগো ইছামতি নদী
তুমি কতদূর বয়ে গেছো
আমি কলকাতা থেকে এসেছি তোমার গন্ধ শুকবো বলে
ওগো ইছামতি……….
তোমার দুই ধারে দুটি দেশকে তুমি একত্রিত করতে পারো না ?
আমার জীবনের কত কিছুই না তুমি জানো ইছামতি..
ঐ তো কত বড় বড় পাখিদের দল —-
তোমার পিঠের উপর দিয়ে এপার ওপার হচ্ছে
ঐ তো কত আলো বাতাস —-
তোমার সাথে আলিঙ্গন করে এপার ওপার হচ্ছে
তুমিও কি দেশভাগ করতে চাও ইছামতি ?
ইছামতির দক্ষিনে অবস্থিত ঐ মোহনায় কত গান বাধা যেতো
ভাটিয়ালি সুরে আবার হারিয়ে যাওয়া যেত আব্বাসউদ্দিন; লালন ফকির; পাগল বিজয়ের গানে,
ওগো ইছামতি……
তুমি আমায় আবার আগের মত স্বাধীন করে দাও
আমি এই দেশ ভাগ চাই না
ওগো ইছামতি…….
তুমি আবার দুটি দেশকে এক করে দাও
আমরা যৌথ দেশের নাগরিক হয়ে বাঁচতে চাই।
ওগো ইছামতি……..
তুমি কি শুনছো আমার প্রার্থনা;আমার এই আকুতি ?