যদি ফেরার ইচ্ছে না থাকে তবে দুজনের মাঝেও হারিয়ে যাওয়া যায়,
আর হারাতে না চাইলে কুম্ভমেলাতেও ঠিক সূঁচ খুঁজে পাবে!
সবটাই মনের ব্যাপার।
কোটি টাকাতেও হিসেবের খাতে জমার ঘরে খালি থাকে,
আবার শূণ্য পকেটে নিজেকে মনে হয় সসাগরা পৃথিবীর সম্রাট!
আসলে যে যেভাবে নিতে পারে।