সরল থেকে জটিল জীবন হতেই পারে তাই
জানা থেকে অজানায় সবাই পা বাড়াই।
বিশেষ থেকে সাধারণ এক নিয়মেই বাঁধা,
অনির্দিষ্ট থেকে নির্দিষ্টে পৌঁছানোটাই ধাঁধা।
সমগ্র চেয়ে অংশ বড়ো অল্পে তুষ্ট তাই,
বিশ্লেষণ আর সংশ্লেষণেই সময় কেটে যায়।
মূর্ত থেকে বিমূর্ত মন চলে যায় দূরে,
অভিজ্ঞতা করতে লাভ কেবল বেড়াই ঘুরে।
সকল যুক্তি হার মানে যে যুক্তিহীনের চাপে,
মনস্তত্ত্ব লুকায় যে মুখ দারুণ মনস্তাপে।
তর্কশাস্ত্র বড়ো শাস্ত্র হয় যদি সোচ্চার,
যুক্তি যতই থাক না কেন দুর্বলের তা সার।
হীনবলেরে করতেবলী মনোবিজ্ঞানই লাগে।
সকল নীতির শ্রেষ্ঠ নীতি মানবিক হই আগে।