মেঘলা দিনে ভেসে যায় মন
অতীত মায়ার চুপকথাতে
ব্যালকনিতে ভিড় করে মন
ধূসর স্মৃতির রূপকথাতে!
দখিনা বাতাস ছুঁয়ে দেয় চুল
উইন্ডচাইমে বেজে ওঠে সুর
লজ্জাবতী-ক্যাকটাস টবে
মৌনতা মাখে মেঘলা দুপুর।
ঘড়ির নীচে হারমোনিয়ামে
স্বরলিপিরা স্পর্শ খোঁজে!
সুরগুলো সব মুখরিত হয়
বেসুরো ধ্বনির হিমেল বোঝে!
আলমারির ঐ প্রিয় শেল্ফটাতে
পার্টিতে মাতে খুনে ঘুণপোকা!
চেনা বইয়েরা গন্ধ হারিয়ে
বোকা ফাগুনেতে দিয়ে যায় ধোঁকা!
তবু বোবা মন ডায়রীর বুকে
আঁচড় কাটে রক্ত প্রলাপে!
আজ সারাদিন মেঘলা আকাশে
গাঁথি বিস্মৃতি ছিন্ন গোলাপে।