যখন তুমি ছিলে না!
মুঠো ভরা স্বপ্ন ছিল মনের গহীন গোপনে।
স্বপ্নগুলোকে সাজিয়েছি আবেগ, ভালোবাসা,
স্নেহ মাখা যত্ন দিয়ে।
তোমার আগমন স্বপ্নগুলোকে অসহায় করে দিল!
ওদের অব্যক্ত ব্যথা কেউ দেখে নি, তুমিও না
আমি দেখেছি খুব কাছ থেকে,
অনুভব করেছি ওদের কান্না!
হাতের মুঠোয় সংগ্রহ করা স্বপ্নগুলো পথের ধূলায়
পড়ে মলিন হয়ে গেছে।
কেমন একটা গন্ধ অনুভব করেছি সারাক্ষণ
যতদিন তুমি কাছে ছিলে!
এখন বুঝেছি তোমার অহংকারের পচন ধরেছে
ওটা তারই গন্ধ।
দুর্গন্ধ যখন আমার শরীরকে ছুঁতে চাইছে
আমি প্রাণপন চেষ্টা করেছি তোমার থেকে দূরে যেতে।
আজ আমি অনেকটা দূরে আসতে পেরেছি
যদিও মাঝে মাঝে ঐ দুর্গন্ধ টা আমার নাকে আসে!
তবে আর বেশি দিন নেই যখন আমি ঐ দুর্গন্ধ থেকে
অনেক অনেক দূরে চলে যেতে পারবো।
এতটুকুও গন্ধ আসবে না আমার নাকে
ঐ বিভৎস পচা গন্ধ।
আমি ঐ স্বপ্নগুলোকে ধূলা থেকে কুড়িয়ে নিয়ে
আবার আমার আঁচলে ভরে নিয়েছি।
আবার নতুন করে সাজাবো বলে।