মুখের উপর মুখোশ এঁটেছ
মুখোশে ঢেকেছ মুখ ।
ক্ষুদ্র স্বার্থ কায়েম করতে হয়েছ সর্বভূখ।
আমার অমিকে জাহির করতে সদাই রয়েছ ব্যস্ত ।
নিজের ঢাক নিজেই পিটিয়ে দেখিয়েছ “আমি মস্ত”।
বাইরে ঘুরেছ ছদ্মবেশে, ভাব দেখিয়েছ কেউকেটা।
সুযোগ পেলেই মুখোশ ছিঁড়ে বেরিয়ে এসেছে চেহারাটা।
পথে-প্রান্তরে যেখানে পেরেছ হয়েছ আদিম মানুষ।
নখ দাঁত সব বেরিয়ে এসেছে ভুলেছ মান, হুঁশ।
হয়তো তুমি নেতা কিংবা অভিনেতা যাই হও,
নামের মোহতে ভুলেছ সব! মানুষ নিজেকে কও!
মুখোশ টা আজ মুখ্য হয়েছে মানুষ টা আজ গৌণ
ছদ্মবেশী মুখোশের ভিড়ে আসল মানুষ মৌন।