দুটি মন এক হয়ে এ বসন্তে মিলছে
হাতে – হাত মিলেমিশে সব ব্যথা ভুলছে ।
সারাদিন পলাশের রং মাখা বুক –
প্রেম এসে শূন্য বুকে দেয় অনন্ত সুখ।
রাতজাগা পাখি যেন জীবনের গান গায়
বসন্তের ছোঁয়ায় ব্যথা ভুলে সুখ পায় –
দুটি মন এক হয়ে এক মনে বর্তায় ,
দুটি মন এক হয়ে আজ একই সত্তায়।
চোখমুছে কান্নারা প্রেম দেখে আয়নায়-
ঠোঁটদুটি হেসে ওঠে নিষিদ্ধ বায়নায় ।
জ্যোৎস্না জেগে,জেগে শুধু বাসর সাজায়
সোহাগ রাতে বিরহ- রা সানাই বাজায়।
স্মৃতির রাস্তাগুলো বড় ভাঙা, উঁচুনিচু
ক্লান্ত ,ভাঙা মনে চলেছি তার পিছুপিছু
মন আজ যেতে যে চায় বসন্ত বিতানে –
যেথা বসে আছে একাকী আমার সুজনে।