মা আসছে আবার একটি বছর পর
তাই সবাই খুশি।
তবে আমি কেন খুশি হতে পারছি না
কেন পারছিনা তোমার আগমন বার্তা পেয়েও
আনন্দ করতে।
সত্যি মা, আমি পারছিনা এই আনন্দ যজ্ঞে
সামিল হতে
কেন জানো মা, তুমি পুরুষ শাসিত সমাজে
পুরুষদের তৈরি মাটির প্রতিমা।
যাতে কোনো প্রাণ নেই, নেই কোনো আবেগ অনুভূতি
কিছুই তো নেই মা তোমার।
তবে বলো মা, যে সমাজে মাটির তৈরি নারী মূর্তিকে
মাতৃজ্ঞানে পূজা করা হয়, সেখানে নারী কিভাবে লাঞ্ছিত
হয়, মা?
পারবে কি তুমি এর উত্তর দিতে?
জানি পারবে না!
কারণ তুমি মাটির মূর্তি।
মা, তুমি একবার রক্তে মাংসে এসো,
সংহারকারিনী হয়ে এসো।
ধ্বংস করে দাও সমাজের যত নিয়ম,
যে নিয়মে মনুষত্বের কোনো মূল্য থাকেনা
থাকে শুধু নারী পুরুষের বিভেদ।
তুমি তো অর্থশালী ,বিত্তশালীদের মা হয়ে আসো!
যেদিন তুমি নারী পুরুষ, ধনী দরিদ্র, উচ্চবর্ণ নিম্নবর্ন
সবার মা হয়ে আসবে সেদিন তোমার আগমনে
আমি খুশি হবো, আনন্দ করবো।