মায়ের মতো আদর পেলে
ব্যথা বেদনা যায় সে ভুলে
মায়ের মতো হয় যে দিদি
আনন্দ ঘরে মা ফেরে যদি।
বোনকে রেখে দিদির কাছে
সকালে গেছে যে মা কাজে
জানে না তারা তার ঠিকানা
মনে তাদের কত যে বেদনা।
মায়ের মতো আদর পেলে
ব্যথা বেদনা যায় সে ভুলে
মায়ের মতো হয় যে দিদি
আনন্দ ঘরে মা ফেরে যদি।
বোনকে রেখে দিদির কাছে
সকালে গেছে যে মা কাজে
জানে না তারা তার ঠিকানা
মনে তাদের কত যে বেদনা।