আইজ্যাক নিউটনের মা :-
আপেল নিয়ে লোফালুফি খেলনা কি তোর খাস্?
দোহাই আমার, জলে ধুয়েই দাঁত তাতে বসাস!
আর্কিমিডিসের মা :-
উলঙ্গ হয়ে লাগালি দৌড় ত্যাজি লজ্জা ভয়
ওই ” ইউরেকা ” নাম কন্যাটিরই বলতো পরিচয়!
টমাস আলভা এডিসনের মা :-
বাল্ব জ্বালাস, বাল্ব নেভাস, করিস আমায় ধন্য
সব আলো নিভিয়ে এবার ঘুমো রে, জংলী বন্য!
আব্রাহাম লিংকনের মা :-
রাষ্ট্রপতি হলি, তবে ওই মলিন টুপি কোট
ত্যাগ করে হে বাছা আমার কিনে নে রে নতুন স্যুট
জেমস ওয়াটের মা:-
ঢাকনার ওঠানামায় দৃষ্টি পোড়াবে ভাত শেষ
দোহাই এবার ক্ষ্যান্ত দে বাপ, নিভিয়ে দিয়ে গ্যাস
গ্রাহাম বেলের মা :-
কিরিং কিরিং যন্ত্র বাজে, আবিষ্কারেই টেলিফোন
শুধুই বান্ধবীদের সাথে আলাপ অণুক্ষণ?
গ্যালিলিও গ্যালিলির মা :-
নল বানিয়ে কাঁচ লাগালো চাঁদ দেখতে চায়!
পাশের গলির মামার বাড়ি, তাই কি দেখা যায়?
আলবার্ট আইনস্টাইনের মা :-
জটাধারী চেহারা এমন, খাটছে যেন জেল
চুলটা এবার কেটেই বাবা, লাগা জেল ও তেল।
ফাহরেনহাইটের মা :-
গরম জল নষ্ট করিস ডুবিয়ে কাঁচের ডাণ্ডা
জলের বাটি এগিয়ে দে রে, চায়ের জলটা না হয় ঠান্ডা!
রবার্ট বয়েলের মা :-
ভ্যলিউম বা পরিমান বেশি, হলেই কমে চাপ
ব্যস্তানুপাত, কনস্টিপেশন? জোলাপ গেল্ হে বাপ!
ক্রিস্টোফার কলম্বাসের মা:-
যে চুলাতেই করো টো টো আবিষ্কারের নামে
সেসব আমি জানিনে বাপ, চিঠি পাঠাস খামে