বরের সাজে বাঘ বাবাজি
পালকি চেপে বিয়ে করতে
যাচ্ছে;
ধুতি পরে টোপর মাথায়
গপ গপাগপ চিলি চিকেন
খাচ্ছে।
…… প্রদত্ত
বিয়ের আগে খাবার দেখে
ছুটে চলে মেনু কার্ড
নিয়ে;
বিড়াল বলে বাঘ মামাজি
সবুর করো আজকে তোমার
বিয়ে।
মেনি হুলো বাঘ মামাকে
শক্তি দিয়ে আটকে রাখে
চেপে;
আজকের দিনে তোমাকে মা
বিয়ের পর খেতে বলল
মেপে।
ওদিকে যে বিয়ের কনে
চুপিচুপি কোথায় চলে
গেল;
অবশেষে বাঘিনীকে
গুহার বাইরে খাবার স্হানে
পেল।
শের বাবাজি বাঘিনীকে
হালুম করে ভীষণ বকা
দিল
বাঘিনীতো ভাবছে বসে
কপালেতে এরকম বর
ছিল।
ব্যাঘ্র মশায় ও বাঘিনীর
মালাবদল করে হলো
বিয়ে
উলু দিচ্ছে কাকাতুয়া
নৃত্য করে ঢাক বাজাচ্ছে
টিয়ে।
বিয়ের পরে বর ও কনে
বিরিয়ানি চিকেন চাউমিন
খেলো
অতিথিদের কাছে অনেক
নানান রকম উপহার ও
পেলো।