আমার লাশ পড়ে আছে পথের ধারে
এখনো কেউ খোঁজ নেয়নি ।
দেশ তুমি হারিয়ে যেও না
প্রেম তুমি মুছে দিওনা ,
হৃদয়ে থাকা মানুষদের নাম ।
দেখো আমার রক্ত দিয়ে
ছবি আঁকা হয়েছে পথের মাঝে, মানচিত্র।
স্বপ্ন দেখতে ভুলে গেছে মানুষেরা ,
যৌনতা মাখা ভালোবাসা
বিক্রি হয় ভালো দামে ,
তবু ভগবান আড়চোখে দেখে ভন্ডদের মাতব্বরি ,
যারা সত মানুষদের উপহাস করে,
তারা নাকি খুব সুখে কলিকালে ।
তবু বিবেক লুকিয়ে লুকিয়ে কাঁদে,
হারিয়ে গেছে মানবিক মূল্যবোধ।
তবু শব্দ অক্ষরে লিখে ফেলে
সময়ের ইতিহাস যন্ত্রণাময়।
তারপর সব ঠিকানা হারিয়ে যায়,
তারপর আমার লাশ পড়ে আছে
পথের ধারে, সবাই লুকিয়ে লুকিয়ে
দেখে আমার রক্তে পথের মাঝে
আঁকা হয়েছে ক্রমশ হারিয়ে
যাওয়া দেশের মানচিত্র ।