Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মাধ্যাকর্ষণ || Rana Chatterjee

মাধ্যাকর্ষণ || Rana Chatterjee

মাধ্যাকর্ষণ

“না করি না, করি না ,করি না ,আমি একবিন্দু বিশ্বাস করি না তোকে আর সুমন”, শেষ এই কথাটা চিৎকার করে বলে,দিদিমনি দরজা বন্ধ করে ছিল স্যর। আমায় বিশ্বাস করুন, আঁচলে চোখের জল মুছে মনি পুলিশ কে জানালো।

প্রতিদিনের মতোই তৃষার অফিসের ডিউটি সেরে বাড়ি ফিরতে প্রায় নয়টা বেজে যায়।নদীয়ার মফস্বল শহর থেকে কাজের জন্যই তার থাকা সল্টলেকের এই এক কামড়া ফ্লাট ভাড়া নিয়ে ।বাড়িতে ছোট ভাই এ বছর উচ্চ মাধ্যমিক দেবে,বাবার স্কুল,সেসব পিছুটান ফেলে কি করে আর মা সঙ্গে আসে!অগত্যা এক কাজের বিশ্বস্ত দিদি কে নিয়েই তার কলকাতা শহরে সংসার। এই মনিদি,সকাল বেলায় এসে কাজ গুছিয়ে,
রান্না,কাচাকাচি সব সামলে আবার ঠিক সন্ধ্যায় আসে।

কদিন ধরেই মনি দেখছে দিদি খুব চুপ হয়ে গেছে।এই বাইশ তেইশ বছরে মান অভিমান,প্রেম প্রীতি এসবের উত্থান পতন যে কেমন আকার নেয় গা গতরের খেটে খাওয়া মনি খুব ভালো জানে। আর জানে বলেই নিজের জীবনের উদাহরণ দিয়ে এক আধ বার সাবধানও করে তৃষা কে। তৃষাও লজ্জায় মুখ লাল করে বলে “না গো দি,খুব বদমাস জানো তো,আমায় রাগিয়ে মাথা গরম করে তবে শান্তি ওর।আবার দুদিন একটাও কথা বলবে না,ম্যাসেজ ও নয়,পুরো গায়েব।আমি আরো ক্ষেপে যাই ,কেউ এমন ভাবে অবজ্ঞা দেখালে!”

ক্লাস ইলেভেন থেকে চেনা এই তৃষা কে সুমনের। একটা ফুল ছাপ লং ফ্রক পড়া ফর্সা দুদিকে বিনুনি করে দুলকি চালে হাঁটা মেয়েটিকে প্রথম দেখেই সুমনের খুব ভালো লেগে গেছিলো। বায়োলজি ব্যাচে লুকিয়ে শুধু তৃষা কে দেখতো শান্ত স্বভাবের সুমন,আর মন কে বলতো ,”না,প্রেম করা তার বিলাসিতা হবে”! আসলে খুব ছোটতে বাবা কে হারিয়ে, মা কে দেখেছে কি ভয়ঙ্কর স্ট্রাগল টাই না করতে।

পড়ার একটা সূক্ষ্ম প্রতিযোগিতা ছিল এই দুজনের মধ্যে,অথচ দুজনে কেউ লজ্জায় কথা বলতো না।ব্যাচে সাপ্তাহিক পরীক্ষা তে দুজনার কেউ প্রথম তো আরেক জন দ্বিতীয় হতো । পর পর চার সপ্তাহ সর্বোচ্চ নাম্বার পেয়ে মুখ গোমড়া তৃষাকে দেখে একবার ইচ্ছে করে একটা প্রশ্ন ছেড়ে দিতে স্যর খুব অবাক হয়েছিলেন ।সুমনের যে ,আসল উদ্দেশ্য ছিল একজনের মুখে একটু হাসি দেখার ,সেটা তৃষা খুব ভালো বুঝেছিলো। আনন্দে আটখানা হয়ে সে সবার অলক্ষ্যে হাত মিলিয়ে ফ্রেন্ডশিপ কার্ড দিয়েছিল সুমনকে। তারপর থেকে সব জড়তা কাটিয়ে দুজনেরই,পরস্পরের ওপর অগাধ ভরসার দিন যাপনের শুরু।

গ্রাজুয়েশন করে তৃষা কলকাতায় চলে এলেও সুমন,নদিয়ার রানাঘাটেই থেকে যায় মায়ের সাথে। টিউশন ও চাকরির পরীক্ষার প্রস্তুতিতে নিজেকে ব্যস্ত রাখতো কিন্তু তা হলেও ছুটি ছাটা পেলেই দুজনা দুজনকে সময় দিতো আর রেগুলার ফোন তো ছিলই।গত দুদিন ধরে অফিসে ভীষণ চাপ চলছে তৃষার।নতুন জব তার ওপর আর একটা নতুন প্রজেক্ট এসে অস্থির করে তুলেছে ওকে। ইদানিং যেন একটু বেশিই আবেগ আর একটুতেই খিটখিটে মেজাজ হারানোর ঘটনা ঘটছে বারংবার।এর একটা অন্য কারণও হলো সুমনকে ফোনেই পাচ্ছে না,দুদিন থেকে।পরশু সেই যে ঝগড়া করেছে তার সাথে তার পর থেকে চুপ।

মনি দেখেছে একবার দাদাবাবুকে ছবিতে,দেখেই খুব ভালো লেগেছিল।খুব নরম মনের মানুষ টাকে যখন দিদি ওই ভাবে ফোনে রাগারাগি করে বলে, খুব খারাপ লাগত মনির।কিন্তু ছোট মুখে বড় কথা কি করে আর বলবে! আজ সকালে কলিং বেল টিপেই চলেছে, কিছুতেই দরজা না খোলা পেতেই বুক টা ধড়াস করে ওঠে মনির। দৌড়ে সিকিউরিটি কে ডেকে বলতেই সে পাশেই থানা থেকে পুলিশ ডেকে দরজা ভেঙে অজ্ঞান অবস্থায় হাতের শিরা কাটা, রক্ত মাখা তৃষা কে উদ্ধার করে নার্সিংহোমে পাঠায়।

লাস্ট কল থেকে নম্বর নিয়ে পুলিশ রীতিমতো হুমকি দেয় সুমনকে।উদ্বিগ্ন সে, এমন ঘটনা যে ঘটে যাবে কল্পনায় ভাবে নি!তাছাড়া এই রবিবারও তারা অনেকক্ষন রাত জেগে গল্প করেছে।সোমবার সুমনের একমাত্র অভিভাবিকা, সবচেয়ে বড়ো সম্বল মা হটাৎ করে রাতে মারা যায় ঘুমের মধ্যেই। অন্তেষ্টি সহ নানান রীতিনীতি খুব ঠান্ডা মাথায় সামলে সুমন মঙ্গলবার তৃষা অফিস থেকে ফিরতে ফোন করে । সুমনের কোনো কথা, না শুনে এক নাগাড়ে যা খুশি তাই বলে যায় তৃষা।

পুলিশের কাছে সব শুনে খুব আক্ষেপ লাগে সুমনের।কেবল সোমবার অসুস্থ মাকে নিয়ে ব্যস্ত থাকায় ফোন না ধরতে পাড়ার এমন খেসারৎ যে তৃষা তার নিজের জীবনের ওপর এভাবে নেবে শুনেই সিদ্ধান্ত নেয় নার্সিংহোমে যাবে দেখা করতে। যে মানুষটা ছায়ার মতো সঙ্গে ছিল তাকে চোখের জলে বিদায় করেই এলো কাল,আর যাকে ঘিরে সুমনের এতো স্বপ্ন সেটা যাতে নষ্ট না হয়, পরিচিত বন্ধু বান্ধব ঘরের মানুষ জনদের লুকিয়ে দাহ করার পোষাকেই ভোরের কলকাতার ট্রেন ধরে।

ঝাঁ চক চকে নার্সিং হোমে পৌঁছাতেই সুমনের হার্ট বিট আরো বেড়ে যায় লনে দুজন পুলিশ কে দেখে।চুপ চাপ সকালের ভিজিটিং হাওয়ারে “তৃষা নন্দী”র বেড কোথায় জেনে তিনতলায় এমার্জেন্সিতে পৌঁছে দেখে তার তৃষার জ্ঞান ফিরেছে।আজ ই তাকে জেনারেল বেডে দেওয়া হবে। দুজনে দুজন কে দেখে চোখ ছলছল করে ওঠে উভয়ের। তৃষার হাতে নিজের হাত সঁপে দিয়ে অস্ফুট কণ্ঠে সুমন জানায়, “মা আর নেইরে,পরশু মারা গেছে,তোকে আর এভাবে হারাতে চাই না আমি,এমন পাগলামি কেউ করে রে ,আমায় একা ফেলে “! “হু হু করে কেঁদে ওঠে তৃষা,তার ফর্সা গাল বেয়ে অঝোর ধারায় নোনা অশ্রু ধারা পরিবেশটা কে স্তব্ধ করে দিচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *