আজ ভুবনে রঙের খেলা
পলাশ শিমুলে আগুন বোল,
বন বনানী ফাগুন আবেশে
মাতলো যে ফাগে দোদুল দোল।
খোলা জানলায় ফুলের আমন্ত্রণ
কামরাঙা মেঘ গোধূলি বেলায়,
ওরে গৃহবাসী, খোল দ্বার খোল
লাগলো যে দোল ফুলের মেলায়।
বকুল গন্ধে ভাসে দখিন দুয়ার
পুষ্পধনু রাজে যেন কৃষ্ণচূড়া মাথে,
কোকিলের কুহু সুরে অশোকের বনে
ঢেউ জাগে ফুলে ফলে কিশলয় সাথে।
চিত্ততলে ভৈরবীর সুরে বাঁশি বাজে
প্রেমাতুর শুক শারী মাধবী বিতানে,
সোহাগ পীয়ুষ সুধায় বিভোর হয়ে
বৃক্ষ আড়ে মৃদু সুরে মাতে সুখ তানে।
সবুজের মাঝে লাল রঙের জোয়ার
পিউকাঁহা , ডাহুকের অবিরাম রব,
মৌমাছি ঘুরে ফিরে গুঞ্জন তুলে
কুঞ্জবনে দল বেঁধে মধু লুটে সব।