মাটির ঢেলা, মাটির ঢেলা,
রঙ দিলে কে তোর গায়ে ?
গড়্ লে তোরে কোন্ আদলের ছাঁচে ?
ভুখ্ দিলে যে বুক দিলে যে
দুখ দিতে সে ভুলল না,
মৃত্যু দিলে লেলিয়ে পাছে পাছে |
কোন্ মেলাতে সাজিয়ে দিলে
বিকিয়ে দিলে কার হাতে ?
কোন্ খেয়ালির খেলনা তুই হায়রে !
কোলের পরে দুলিস্ কভু
মাটির পরে যাস্ পড়ে—
মলিন ধুলা লাগে সকল গায় রে !
আঘাত পেলে বুক ফাটে তোর
চোখের জলে যায় গলে,
চোট্ খেয়ে তুই লুটিয়ে পড়িস্ ভুঁয়ে |
কান্না হাসির দোলা লাগে,
রঙ যা কিছু যায় চটে,
বর্ষাধারায় যায় রে সে যায় ধুয়ে |
মাটির ঢেলা, মাটির ঢেলা,
ডাক্ ছে তোরে তোর মাটি,
টান্ ছে আপন স্নেহ-শীতল কোলে |
ঢেউ-এর পরে জীবন-ভেলা
এমন সেথা দুল্ বে না,
ভিড়্ বে না কো ভিড়ের হট্টগোলে |
ব্যাঘাত নাহি আঘাত নাহি
খাম্ খেয়ালির নেই খেলা,
নেইক মরণ-ভয়ের ভীষণ ভুরকুটি |
বৃষ্টি-পরশ সরস-দেহে
জাগবে তৃণ হয়ত রে,
একটি ছোট উঠবে কুসুম ফুটি |
মাটির ঢেলা মাটির ঢেলা
ভুল্ লে তোর চল্ বে না,
তুই যে মাটি চিরকালের মাটি |
হঠাৎ কারিকরের হাতে
যদি বা রঙ যায় লেগে,
মাটি রে তুই মাটিই তবু খাঁটি |