বৌদ্ধিক নীরবতার এতো ব্যাপক সংক্রমণ কেন , ভাইরাস !
সত্যের সপক্ষে মিছিলের স্রোতই সভ্যতা ,
জ্বলন্ত হেমলক স্মৃতির সংলাপ
স্বপ্নের সংযমে জমে উঠছে যেন ।
এতোই হয়েছে হিম মাছের হিমোগ্লোবিন
স্বনির্বাচিত মানুষের শ্রেষ্ঠ মগজের বোধে !
পৃথিবীর মানবিক শ্রমের উদ্বৃত্ত মূল্যে
কেনা হবে মঙ্গল গ্রহের নগরী ।
গণতান্ত্রিক গেরিলা যুদ্ধের সমূহ আবর্জনা
নিয়ে কোন গ্রহে যাবো , অশ্বত্থামা !
দ্রুত বেড়ে যাচ্ছে বিভেদের বাঁশফুল মিথের যন্ত্রণা ।
দুঃসময়ের শেষ সংজ্ঞা শুরু হবার আগেই
রক্তাক্ত সময়ের শূলের শরীর থেকে
বারবার মুছে দিই , চলো তথাগত
আগামী শোকের মূলে ডিএনএ -র স্বৈর -সম্ভাবনা ।