এক বছর ধরে সে ভুগছে যন্ত্রণায়
আর আজ পড়ে আছে বিছানায়?
তাকিয়ে আছে মহাশূন্যতায়
ভাবছে শুয়ে ঈশ্বর কোথায়?
রাস্তার লাইটপোস্টটা দাঁড়িয়ে একা ঠায়
মারছে উঁকি আই সি ইউ-র জানলায়
জনপদ কোলাহলহীন নিস্তব্ধতায়
দেখেছে নীরবে অসীম করুণাধারায়।
টিকটিক শব্দ ঘড়ির কাঁটায়
ঢিপ ঢিপ শব্দ হৃদয়ে হারায়
অলিন্দ নিলয়ের ভীষণ সংঘাত
মীমাংসায় নেই কারো হাত।
হিসাব লিখেছে সে জীবন খাতায়
সুখ দুঃখ যা ছিল মনের পাতায়
নিত্য করেছে ব্রতযাপন অলীক নেশায়
স্বামী সন্তানের মঙ্গল কামনায়।
কবে যে সব পাপ ধুয়ে যাবে হায়
শান্তির ঘুম নেমে আসবে স্তব্ধতায়।