আমি ও আমার মধ্যে এই দু’জনের
অন্তঃপুর জুড়ে আছে একটা ঝুলন্ত সেতু
যে সেতুটা এখনও আমরা কেউই
পেরোইনি কখনও,ভাবিওনি আমরা
আসলে তেমন প্রয়োজনই পড়েনি কখনও
আমাদের সম্পর্কটাও এতটাই নিবিড়
এবং অভিন্ন হৃদয়ের যে এতটুকুও
ব্যবধান বুঝতে পারিনা আমরা কিছুতেই
আর তা পারিনা বলেই দ’জনের
অগাধ বিশ্বাসই আমাদের দু’জনকে
দু’জনের কাছাকাছি রাখে আর
ভেঙে দেয় সব গোপন আড়াল
তবুও ওই সেতুর দুই প্রান্ত আমরা
দু’জনেই দুদিক নিভৃতে ছুঁয়ে থাকি
ছুঁয়ে থাকা সেতুটাও একটু একটু করে
আমাদের মধ্যে ক্রমশঃ আরও
নিভৃত হয়ে উঠছে প্রতিদিন… ।