টিউশন থেকে ফেরার পথে
প্রথম বলেছিলি ভালোবাসি,
না করে দিয়েছিলাম সেদিন,
সাদা গোলাপ এনে রক্তে লাল করেছিলি।
ভীত মনটাকে একটু একটু করে
সাহস দিয়ে সাহসী করে তুলেছিলি,
নিজের হাতে এঁকেছিলি আমার চোখে
হাজার হাজার স্বপ্ন।
ভীতু মেয়েটা প্রেমে পড়ে
কেমন সাহসী হয়ে উঠেছিল।
সব বাঁধা এক এক করে সরিয়েছিল।
তবু পায়নি তোকে।
আজ সায়াহ্নে বসে ভাবি
সেইসব এলোমেলো দিনগুলোর কথা।
আজ তুই অন্য কারোর।
আমি অন্য কারোর স্বপ্নপূরণে দায়বদ্ধ।
মরে যায় নি কেউই।
শুধু মরে গেছে স্বপ্নগুলো।