মনে পড়ে কত কথা
ছোট ছোট খুশি ব্যথা।
কত দিন বয়ে গেল
সময় তো থেমে নেই।
স্মৃতির সরণী বেয়ে
অশ্রু যায় যে গড়িয়ে।
দুই ভায়ের কপালেতে
সযতনে চন্দন মাখাতে–
বছর ধরে প্রতীক্ষা ।
আজ একজন পরলোকে
আর জন প্রবাসে—
বুকের গভীরে ব্যথা
মনে পড়ে কত কথা!
কত হাসি কত গান
কতই আনন্দিত প্রাণ।
কত প্রিয়জন হারিয়ে
অকালে পেয়েছি শোক
শিশুকালে মাতৃহারা–
একে একে ভাই বোন
আরো বহু আপনজন
তবু হাসি তবু গান গাই
শুধু জীবনের মাঝে
স্মৃতি আজো বিরাজে–
মনে পড়ে কত কথা।।