বহুদিন কোনো স্বপ্ন দেখিনি,
দাঁড়াইনি কোনো ফুলের কাছে,
বহুদিন বন্ধুত্ব হয়নি কোন গাছ,
হরিণ বা মানুষের সাথেও।
দেখা হয়নি অসিত হালদারের
আঁকা অমল ও দইওয়ালা
বা হোসেনের আঁকা সরস্বতী।
নীল স্বপ্নেরা সব জেগে উঠো
ফুলরা সব কাছে এসো !
নির্জন ঝিলে পাখিরা সব
নেমে এসো।
একতারাতে ভেসে আসুক
বাউল গানের সুর!
মুখর হোক এই ধরা
শিশুদের করতালিতে।
তোমার আমার স্পর্শে জেগে
উঠুক পৃথিবীর গোপন প্রপাত!