তৃষিত দুটি চোখ থাকে নিষ্পলক
সঙ্গোপনে অন্য এক রাতের মোহিনী সংলাপের আহ্বানে,
সময় প্রতীক্ষায় থাকে সেই মাহেন্দ্রক্ষণের
আড়মোড়া ভেঙে নিরন্তর উদ্বেলিত নিঃশ্বাসে।
নির্ঘুম রাত জেগে থাকে
স্বপ্নের দোসর হতে চেয়ে ,
তাই , বৈদূর্যমণি সময়ের কাছে হাত পেতে খুঁজি বিশ্বাস-
তোমার দীঘল চোখের মায়াকাজলে
সম্মোহনী জাদু আজ যেন অতীত,
এসো,তবু ভাগ করে নিই মনজোছনার মুগ্ধতা ।
নিঃস্ব হতে চেয়েছি বারবার নিঃশব্দে,
অথচ উজাড় করে দিলে অনন্ত মাধুর্য ….
সুতো ছেড়েছি আপন সুরে
নির্লিপ্ততা পাশ কাটিয়ে ,
মনের খোলস ফেলেছি দূরে, ভুলে বিষবাষ্প অহমিকা।
বাউল বাতাসে মেলেছি ডানা
মুক্তির অনাবিল আনন্দে ,
জীবন চলুক, উষ্ণতার বানভাসি দিগন্তে
ভালোবাসার অলিন্দে ……. ।