হিমের পরশ ছোঁয়া পেয়ে কাঁপে ডাল পালা
পাতা খসার দিন এলো কাঁদে শুধু ঝরাপাতা,
ধুলোর ঝড়ে উড়বে বায়ে ঘুরবে কত পাক,
ধরবে বুকে জ্বালা।
শুষ্ক বিবর্ণ জৌলুস হীন হলদে রঙে মেশে
পত পতিয়ে ওড়ে কেবল বাতাস লাগে এসে
আমার নামটি লিখো তুমি ঝরা পাতা দলে
বার্ধক্য বলে হেসে।
ঝরাপাতা চুপি চুপি বলে, বসন্ত বুঝি আসে
জীর্ণ পুরাতন দাও বিসর্জন নব আসুক শেষে
পাতা খসার পালা শেষে নব পত্রে সাজে
মধুর করে হাসে।
টুপ করে ঝরে জীবন যেমন ঝরাপাতা খসে
কালের নিয়ম ঋতু চক্র যে পরিবর্তনে থামে
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত নামে
জীবন রাখো বশে।