শিল্পকলা ছড়িয়ে ছিটিয়ে অঙ্গনে
রঙিন সাজের ঘটা,
আল্পনা নামটি আমার চিত্রণে
সফেদ রঙের ছটা।
মাঙ্গলিক অনুষ্ঠান অঙ্কনের মাঝে
অঙ্গন জুড়ে মাখি,
সকাল থেকে নিরলস পরিশ্রম
ছেলে মেয়েরা রাখি।
কলকা নকশা দেখতে মনোরম
হাতের নিপুণ গুণে,
রাস্তা জুড়ে আঁকছে দেখো
ভাগ্নী ছোট্ট মুনে।
দুর্গাপূজা লক্ষ্মীপূজা পৈতে বিয়ে
মঙ্গল আল্পনা আঁকে,
উঠান জুড়ে শৈল্পিক ছোঁয়া
প্রতি আঁকায় রাখে।
সুন্দরী কমলা তুলির সাথে
আল্পনা রঙে ভরে,
রঙিন আল্পনা দেখতে মনোরম
নিপুণ হাতের করে।