পিপাসা আজ জানুবন্দী
পিপাসু মনের ক্ষুধা,
ছটফটিয়ে হাতড়ে বেড়ায়
প্রশ্নফুলের সুধা।
পায়েতে বেঁধে মনের উড়ান
দৃপ্ত কথন জাগে,
দামাল ঝড়ে আছড়ে পড়ে
অজ্ঞাত অনুরাগে।
বাপ মা হারা ফা-হিয়েনের
তাই শুরু পথচলা,
হাতের মুঠোয় দৃপ্ত মাটি
ব্যাকুল মনের জ্বালা।
পদব্রজে বিশ্বভ্রমণ
ইতিহাসের পাতায়,
জাজ্বল্যমান নক্ষত্র
জীবন্ত আজ কথায়।
ভারতবর্ষে জাগিয়ে পিয়াস
হিউ-এন-সাং এসে,
রচেন নব জীবনগাঁথা
দর্শনের পিয়াসে।
তুচ্ছ মরূর রুক্ষ বালু
তুচ্ছ তুষার ঝড়,
ক্ষীপ্র শুধু ভ্রমণ পিয়াস
তীব্র মনের জ্বর।
নতজানু তাই সহস্র ক্রোশ
দৃপ্ত পদতলে,
বিশ্ব তাঁদের মেটায় পিয়াস,
ভূমি সে গল্প বলে…