পরিবর্তনের মাঝে দেখি
জনজীবনের মহারণ,
ভালো থাকার একটু আশায়
মানুষ চায় নব জাগরণ।
ভোটের বাজার হচ্ছে গরম
নেতাদের সাধু প্রবচন,
জিততে পারলে একটি বার
চলবে আবার প্রহসন।
উন্নয়নের জোয়ার ঠেলায়
ফেলবে মানুষ দীর্ঘশ্বাস,
জনতার টাকায় আয়েশ করে
টাকার পাহাড় গড়বে রাশ।
ভোটের আমি ভোটের তুমি
ঘুরছে পাড়ায় নেতার দল,
ভোটটা দিও, দিচ্ছি আশ্বাস
আনবো উন্নয়নের ঢল।
পরিবর্তন চেয়ে দেখছি হায়
শিক্ষিত বেকার পথে আজ,
প্রতিভার হচ্ছে কালোবাজারি
নেতা সব করছে লুটতরাজ।
এমন পরিবর্তন চায়নি জনগণ
চাই যে আবার পরিবর্তন,
যেখানে রবেনা প্রতারণা তোলাবাজি
থাকবে না বেকার শিক্ষিতজন।