দেখতে দেখতে চৌদ্দ বছর পার ।
প্রয়োগ করতে পারিনি ভোটাধিকার ।
ভোট কেন্দ্রের দরজায় সামরিক বাহিনী ।
আর বাড়ির দরজায় উন্নয়ন বাহিনী ।
আমি ভোট দিতে যাইনি ,
তবু এই যে দেখছেন হাতে কালি ,
শাসক দলের ধ্বজাধারী বনমালী ,
বাড়িতে বাড়িতে এসে দিয়েছে হোম ডেলিভারি ।
সাত সকালে তাড়াতাড়ি ,
আমাদের ভোটগুলো ওরাই দিয়ে দিয়েছে ।
তারপরে আঙ্গুলেতে গালি দিতে পাড়ায় বেরিয়েছে ।
এমনই ভাবে বিগত দিনগুলোতে ,
বিরত থাকতে হয়েছে ভোটদান হতে ।
অভ্যাস হয়ে গেছে সহিতে সহিতে ।
এই ভাবেই ১৪ বছর গেল ওরা জিতে ।
তবু যাওয়া যাবে না , পরিস্থিতির বিপরীতে ।
পোশাকি সমাজসেবী , চলছে সবই জনহিতে !