হঠাৎ সেদিন হাঁক দিল এক
আজব ফেরিওয়ালা
আওয়াজটা তাঁর শুনলে লাগে
ভূতের খোনা গলা
চেনা চেনা লাগছে তবু
যায় না তাঁকে চেনা
চোখ দুটোকে ছোট্ট করে
যেই না পাতি কান
দিন দুপুরে আমার তো হায়
বেরিয়ে যে যায় প্রাণ
আজব জিনিষ বেঁচছে সে যে
কি যে বলি হায়
বিকট গন্ধে প্রাণটা আমার
বেরিয়ে যেনো যায়
ভূত নেবে গো ভূত
চাইলে আমি দিতে পারি
সঙ্গে ভূতের পুত
কি বলে গো দিনের বেলায়
করছে ভূতের ফেরি
গেলো বুঝি প্রাণ পাখিটা
এবার বুঝি মরি
হাঁক ডাকে তাঁর ভাবনা বাড়ে
মনের ভীতর ভয়
দিনের বেলায় ভূতের ফেরি
এও বুঝি হয়
সব শেষে ভয় সরিয়ে রেখে
খুঁজতে লাগি আজব ফেরিওয়ালা
কোথায় গো ভূত চেঁচিয়ে বলি
কিন্তু শুকিয়ে আসে গলা