ভুলে যেতে চাই কি না জানিনা
তার কথা মনে তাই আনিনা
তাই তো চেষ্টা করে যাই প্রাণপণে-
বারেবারে হেরে যাই তার পিছুটানে!
এতোটাই যদি আজও পিছনে টানো,
ভুল করেছিলে সেই কথাটা মানো
কি করে পারলে বলো, যেতে অন্যখানে,
আজও রক্ত ঝরে যায় ব্যথাতুর প্রাণে।
ভুল শোধরাতে ভাবি সেদিনের কথা –
গায়ে জ্বর মনে সেই অস্থির ব্যথা।
আজও কি করে যে তুমি এমন টানো,
ভুলের মাশুল কি মিটবে কখনো।
মনে হয়েছিল বুঝি তুমি জিতে গেছ-
গাড়ি বাড়ি দাস দাসী কত কি তোমার
ভবঘুরে কবির তো নেই রোজগার
খুঁজে পেতে অন্য সাথী করেনি যোগাড় !
তোষামুদে প্রেমে জানি হয় পরাজয় –
ওপথ মাড়ানো তাই আর ভুলে নয়,
তবু ওই শ্রীমুখটা স্বপ্ননে ভাসে
মনের দরজা খুলে অপেক্ষা বোধহয়।
পাওয়া না পাওয়ার ব্যথা নিরাশাই জানি
ভুলে যেতে হবে এটা ভাবিনি তো মনে-
বিশ্বাস কে ভেঙেছে তুমি নাকি আমি
বিবেকের বাণী আর তুলি না কানে।
এখনো এ মনে তুমি অপরাজিতা-
অমৃতা, তুমি আছো প্রতি নিঃশ্বাসে
সেদিন গুলোকে আজও মাতা মনে হয়-
যেতে যদি হবে কেন বলোনি আগে।
কোনো দিন তুমিও যে চলে যেতে পারো,
আজও এই মনে তাই জাগে বিস্ময়
নদী আর সাগরের মিলন কোথায়
নদী ছুটে চলে জানি সাগরের টানে।
জানিনা সে ঢেউ ফিরে আসবে কি আর,
দারুচিনি দ্বীপ হতে আসে স্নিগ্ধ বায়,
এসো, দুজনেই খুঁজি শেষ পরিচয়,
ঠিকানাটা একদিন খুঁজে পাবো জানি।
শুনবে না কোনো কথা, সেদিনের আমি
ভুলে যেতে চাইনা যে বলবো তখনি
প্রেমে হয় সকলেরই জয় পরাজয়
ভুল ভেঙে বুকে টেনে নেবে নিশ্চয়।।