Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ভালোবাসার প্রাপ্তি || Rimpa Laha

ভালোবাসার প্রাপ্তি || Rimpa Laha

ভালোবাসার প্রাপ্তি

সবচেয়ে প্রিয় টেডিবিয়ারটা আঁকরে ধরে চিলের ছাদে বসে আছে রুপু । স্হির দৃষ্টি । চোখ থেকে অবহেলায় গড়িয়ে পড়ছে ফোটা ফোঁটা জল । অগোছালো চুল , শুকনো মুখে ঠায় বসে আছে সে । মা অনেকবার ডেকেছে । কিন্তু সে ডাক তাকে নাড়া দিতে পারেনি ।সপ্তা দুয়েক হলো খুব জ্বর । কিছুতেই কমছে না । ডাক্তার বদলানো হল ।কিন্তু কিছুতেই কিছু না ।নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে । রুপুর মা মৃন্ময়ী দেবী তো মেয়েকে নিয়ে চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন । রুপুর বাবাও কর্মসূত্রে বাইরে থাকেন । তাকে খবর দেওয়া হয়েছে । এই সময় কাজের প্রচুর চাপ থাকে । ছুটির বন্দোবস্ত করাও খুব মুসকিল । রুপু বরাবরই বাপ সোহাগী ।
বাবার কাছেই ময়ের যত আবদার । এমনকি সমস্ত গোপন কথা বাবাকেই বলা চাই । তাই রুপুর বাবা এলে মৃন্ময়ী দেবী অনেক স্বস্তি পেতেন ।সেই বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল মেয়ে এখনোতো নামলো না । আবার ডাক দিলেন তিনি । কিন্তু এবারেও কোনো সাড়া না পেয়ে উপরে উঠে গেলেন ।গিয়ে দেখেন মেয়ে টেডিবিয়ারের ওপর মুখ থুবরে পড়ে আছে । গায়ে ধূম জ্বর । মৃন্ময়ী দেবী কোনো রকমে ধরাধরি করে মেয়েকে তার ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিলেন । জ্বরের ওষুধটাও খাওয়ালেন কোনরকমে ।তারপর জলপট্টিও দিলেন কিছুক্ষণ । তাপ একটু কমলে মেয়ের গায়ে হালকা চাদর দিয়ে বেরিয়ে আসেন ।খানিকক্ষণ ঘুমোলে যদি একটু শান্তি পায় মেয়েটা ।
রূপাঞ্জনা মল্লিক । সেকেন্ড ইয়ার ফিজিক্স অনার্স। দ্বীপ মানে দ্বৈপায়ন বসু ওর বন্ধু । ক্লাস ইলেভেন থেকে ওদের বন্ধুত্ব । ধীরে ধীরে ভালোলাগা তার পরেই ভালোবাসা । প্রপোস ডে তে একটা কিউট টেডিবিয়ার দিয়ে রুপুকে সে প্রপোস করেছিল ।দুজন দুজনকে ছাড়া এক মূহুর্ত থাকতে পারে না । ফেসবুক , ম্যাসেঞ্জার , হোয়াট্স অ্যাপ সর্বত্রই দুজনের অবাধ বিচরণ । দুজনের কেমিষ্ট্রি
ভালোই চলছিল । এমন সময় মালবিকা বসু নামের একটি মেয়েকে দ্বীপের ঘনিষ্ঠ হতে দেখা যায় । রুপুকে ignore করতে শুরু করে দ্বীপ । online থাকলেও রুপুর ম্যাসেজ এর কোনো reply দেয় না । ম্যাসেজ সিন পর্যন্ত করে না ।রুপু লক্ষ্য করে দ্বীপ
Whatsapp তেও online থাকে অনেক রাত পর্যন্ত । খালি রুপুর জন্য ওর সময় নেই । এমনকি ফোন করলেও রিসিভ করে না । ফোন কেটে দেয় । দ্বীপের সাথে কাটানো সোনালী মূহুর্তগুলো রুপুর চোখে জল আনে ।চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে ওঠে দ্বীপের হাসি মুখটা , দুজনের ছেলেমানুষিগুলো । রাতের পর রাত ঘুম আসে না রুপুর । পড়ায় concentrate করতে পারে না । কলেজ যাওয়া বন্ধ করে দেয় । দ্বীপের পাশে অন্য কাউকে রুপু just tolerate করতে পারে না । দ্বীপের এই অবহেলা নিতে পারে না রুপু ।অসুস্থ হয়ে পড়ে সে । রাতের বেলা পাশবালিশটা জড়িয়ে ধরে হাউ -হাউ করে কাঁদে সে । আর পাশবালিশকেই তার সব অভিমানের কথা বলে দ্বীপ মনে করে । তুই কেন এমন করলি দ্বীপ । তোকে ছাড়া আমি বড্ড অসহায় ।তুই বুঝিস না? সেইদিন কোচিং ফিরত ঝড় বৃষ্টির রাতে দুজনে হাপুসুটি ভিজে ঐ পোড়ো মন্দিরে তুই আমায় অবশ করে দিয়েছিলি । তোর স্পর্শ গলিয়ে দিয়েছিলো আমায় । তোর মাতাল চাহনি আর উদ্দাম পৌরুষ আমায় গোগ্রাসে গিলে খেয়েছিল ।
তবুও…….আরো কিছু কি অদেয় ছিলো আমার ?
কেন ছেড়ে গেলি আমায় সোনাই ? আমি যে আর পারছি না ।
দ্বীপ খবর পায় রুপু অসুস্থ । কিন্তু খোঁজ নেবার প্রয়োজন বোধ করে না । শুধু Whatsapp e একটা ম্যেসেজ ঢোকে ” Get well soon .” রুপু সঙ্গে সঙ্গে reply দেয় ।ফিরে আয় । দ্বীপের reply তা আর সম্ভব নয় , মালবিকার বাবা আমায় কথা দিয়েছেন আমায় বিলেত পাঠাবেন ডাক্তারি পড়তে ।আমার স্বপ্ন সফল হবে ।রুপু বলে ওঠে আর আমার স্বপ্ন? একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন মনে করে দ্বীপকে ভুলে যাস । ভালো থাকিস । রুপু — ভালো থাকবো তোকে ছাড়া ?? খানিকক্ষণ বাদে রুপু টের পায় She has been blocked from everywhere . সেদিন রাতে মায়ের ঘুমের ওষুধের শিশি খালি করে সারা জীবনের মতো নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে রুপু । চিরশান্তির উদ্দ্যেশ্যে আনন্দলোকে ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *