রোগ যন্ত্রণাকে অগ্রাহ্য করে আমি হেঁটে যাচ্ছি অনেকদিন অনন্ত পথ ধরে, ঘাত প্রতিঘাতে জীর্ণ সময়,
তবু আমি ভালোবাসার দিতে ও পেতে বসে আছি প্রাচীন বট বৃক্ষের তলায় ।
আমার কান্না কেউ দেখতে পায় না ,
আমার হাসি অনেকের যন্ত্রণার কারণ আর হেরে গেলে বিকৃত উল্লাসে মাতে অনেকে ।
অহংকারী মনকে আমি ভয় পাই ,
ভয় করি যেদিন আমি নিজেকে চিনতে পারবো না, সেদিন যেন আমার মৃত্যু হোক ,সেদিন যেন আমি হারিয়ে যাই মানুষের হৃদয় থেকে ।
আমি ভালোবাসা খুঁজতে মরুভূমি ঘুরতে রাজি ,
আমি ভালোবাসা খুঁজতে জনারণ্যে হারিয়ে যেতে রাজি, আমি ভালোবাসা খুঁজতে সমুদ্রের তলদেশে ডুবতে চাই ।
আমাকে কাঁদতে বোলো না, আমাকে হিংসা করোনা, আমি যে ফকির ,আমি যে ছন্নছাড়া এক কবি, নিঃসঙ্গতায় গ্রাস করে কবির জীবন।
তবু কবিতা লেখে কবির দল আর অট্টহাসিতে ফেটে পড়ে এ যুগের বিধাতারা ।
রোগ যন্ত্রণাকে অগ্রাহ্য করে হেঁটে যাচ্ছি
অনন্ত পথ ধরে ,ভালোবাসা খুঁজে বেড়াচ্ছি জনারণ্যে এক বুক স্বপ্ন নিয়ে …