টেলিভিশন ও খবরের কাগজে প্রকাশ
বিধ্বস্ত বাংলার কবি,শিল্প,বিজ্ঞানী
বুদ্ধিজীবীরা খুব শান্তিতে সবাই আছেন!
আমিও চাই ভালো থাকুন আপনারা –
কিন্তু বেশি দিন আর এই অজ্ঞাতবাসে
থাকবেন না!
সাবধান! আপনি ধীরে ধীরে হয়ে
যাবেন না গাছ,পাহাড়,বা পোকামাকড়!
সুখের জীবন থেকে বেরিয়ে এসে
দাঁড়ান আরো একবার রক্তিম প্রভাতের
সূর্যালোকে!
নিঃশ্বাস ভোরে বাতাস নিন সাধারণ মানুষের সাথে।
যে পাহাড় প্রমান দুর্নীতিতে ঢেকে যাচ্ছে
আমাদের সোনার বাংলা তাতে ফাটল ধরিয়ে,
নির্মল জলে সিক্ত করুন দূষিত বাংলার মাটিকে!
সহবাস করতে শিখুন সর্পকুলের সাথে,
গণ আন্দোললে নতুন গানের শব্দ দিন !
মুখ না লুকিয়ে মাথা উঁচু করে সদর্পে দাঁড়িয়ে
একবার দেখুন আপনার চারিধার কি চলছে!
সাঁতার কাটুন আরো একবার উজানে,
পাশে এসে দাঁড়ান অবহেলিত মানুষের পাশে
ভুলবেন না অতীতের ইতিহাস ….
কবি,শিল্প,বিজ্ঞানী,আপনারা হাতে
তুলে নিন প্রেম আর মৈত্রীর স্বপ্ন মশাল!
সমস্ত আকাশ জুড়ে মেঘমন্দ্রিত
সুরে বাজনা বাজুক আর একবার বিশ্বাসের!
শুভব্রতী মানুষের প্রার্থনায় নতুন আলোতে
উজ্জ্বল হোক এই বাংলার অবণত মুখ l